প্রকাশিত: Wed, Dec 28, 2022 1:53 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:14 PM

কেমিক্যালে পড়ে মেট্রোরেল চালানো মেয়েটিকে নিয়ে গর্ব করুন

আমিনুল ইসলাম

মেয়েটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কেন এতো জটিল মেকানিক্যাল বস্তু মেট্রো ট্রেন চালাতে যাচ্ছে, এই নিয়ে দেখছি একদল এখন সমালোচনা করছে। এটাও সম্ভব? যে দেশে বুয়েট থেকে পাস করে পুলিশ হচ্ছে। ম্যাজিস্ট্রেট হচ্ছে। আরো অনেক কিছু হচ্ছে। ডাক্তারি পাস করে বিসিএস ক্যাডার হচ্ছে। ওই সব খবর পত্রিকায় বিশাল করে ছাপা হয়। আহা, তারা কতোই না মেধাবী। সেই দেশে একটা মেয়ে প্রথম মেট্রোরেল চালাচ্ছে। এটা অনেকের সহ্য হচ্ছে না। তারা এই নিয়েও সমালোচনা করছে, কেন মেট্রো রেলের মতো এতো জটিল মেকানিক্যাল বিষয় একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার চালাবে। প্লেন যারা চালায়। মানে বিমানের পাইলট। তাদের কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে হচ্ছে নাকি? সাধারণ এইচএসসি পাস করেই তো পাইলট হওয়া যায়। আর আপনি যদি আমেরিকায় থাকেন। তাহলে তো ইউটিউবে প্লেন চালানো শিখে এমনকি এয়ারপোটর্ থেকে প্লেন হাইজ্যাকও করতে পারবেন। মাস দুয়েক আগে এমন ঘটনাও ঘটেছে। আর আপনারা আছেন, কেন এই মেয়ে কেমিক্যালে পড়ে মেট্রোরেল চালাচ্ছে। গর্ব করুন। যদি গর্ব করতে ইচ্ছা না করে। তাহলে চুপচাপ বসে থাকুন। ফুল স্টপ। ফেসবুক থেকে