প্রকাশিত: Tue, May 28, 2024 1:47 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:31 PM

রবীন্দ্রনাথই প্রথম তাঁর সৃষ্টির মাধ্যমে বাংলাভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দেন

এম আমির হোসেন : রবীন্দ্রনাথের মতো বহুমাত্রিক প্রতিভার অধিকারী বাঙালি আর দ্বিতীয় কেউ আছে কি না তা আমার জানা নেই। ধরুন রবীন্দ্রনাথ বলে যদি কেউ জন্মগ্রহণ না করতো তবে বাঙালির পৃথিবীটা কেমন হতো তা ভাবা বেশ কঠিন। তিনিই প্রথম তাঁর সৃষ্টির মাধ্যমে বাংলাভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দেন। বাঙালির স্বাজাত্যবোধ সৃষ্টির প্রাথমিক অঙ্কুরোদগম তাঁর হাত ধরেই হয়। যদিও তিনি বাঙালির স্বাধিকার বলতে ভারতবর্ষের অধীনস্থ ঐক্যবদ্ধ বাঙালিকে বুঝিয়েছেন, শত ফুলের মাঝে বাঙালিকেও একটি ফুল হিসাবে বুঝিয়েছেন। তাঁর সামসময়িক প্রভাবশালী চিন্তাবিদ, লেখক, রাজনীতিবিদরাও এমনটাই মনে করতেন। 

বিদ্রোহী কবি নজরুলের চিন্তাও ছিল প্রায় একই ঘরানার। ক্ষুদিরাম, সূর্যসেন, প্রীতিলতাসহ রাজনৈতিক বিপ্লবীরাও ব্রিটিশদের শোষণ থেকে ভারতমাতার মুক্তিকে বাঙালির মুক্তি হিসাবে দেখেছেন এবং এজন্য রক্তও দিয়েছেন। বাঙালির মুক্তি মানে নিজস্ব পরিচয় ও রাষ্ট্র নিয়ে স্বতন্ত্র পরিচয় সৃষ্টি, আত্মপরিচয় ও আত্মমর্যাদাবোধের সৃষ্টি এই চিন্তা বাঙালির মগজে আসে আরও অনেক পরে যার সফল পরিণত হয় বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টির মাধ্যমে। বাঙালির সাহিত্য, রাজনৈতিক ও চিন্তার ইতিহাসে এবং ইতিহাসের ধারাবাহিক উত্তরণে রবীন্দ্রনাথের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এ নিয়ে সন্দেহ নেই। তাঁর জন্মজয়ন্তীতে জানাই শ্রদ্ধা। লেখক: চিকিৎসক