প্রকাশিত: Wed, May 29, 2024 1:17 PM
আপডেট: Sun, Jan 25, 2026 6:26 PM

কেবল ভাইরাল হওয়া, অর্থ-উপার্জনের জন্য যা-তা ছড়িয়ে দেওয়া কোনো ভালো মানুষের কাজ হতে পারে না

ইকবাল আনোয়ার

নোংরা ভাষায় কথা বলে, চিল্লাচিল্লি করে, অসম্ভব ক্ষেপে গিয়ে কথা বলে, গলা ফাটিয়ে নানান জনপ্রিয় গানের সুরে গান গেয়ে, আঞ্চলিক ভাষায় কমিক/হালকা মজা করে ওয়াজ করে  ইউটিউব/ফেসবুক ব্যবহার করে/মাইকে বক্তব্য রাখছেন যে সব ওয়াজকারীগণ, তাদের বক্তব্য বিষয়, জানার পরিধি, জ্ঞান গরিমা এসব নিয়ে বলার দরকার নেই। কথা হচ্ছে এসব শোনার ফলে মানুষজন, বিশেষ করে, অন্য ধর্মের মানুষ, যুবক, কিশোর, শিশুর কাছে আমাদের ধর্ম সমন্ধে ভুল বার্তা পৌঁছছে, তারা ভাববে এ কেমন ধর্ম? এটা কি ইসলামের আদর্শ? আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যার যার কথা, যুক্তি সুন্দরভাবে পেশ করুন। মতভিন্নমত থাকবে/আছে। আমরা যারা শুনবো তারা সঠিক কোনটা তা জেনে উপকৃত হবো।

যুক্তি যদি আপনার পক্ষে থাকে, তবে কেনো অধৈর্য্য হয়ে চিল্লায়ে, গাল দিয়ে, অহংকারীর মতো কথা বলতে হবে? ধীর শান্ত ভাবে বুঝিয়ে বললেই তো হয় এবং ইসলামে এটাইতো নিয়ম। কিন্তু যেভাবে বলা হচ্ছে, এটাতে তো বক্তব্য শুনবো কী, শোনার রুচিই থাকে না। আশা করি আপনারা তা ভেবে দেখবেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার নয়, কেননা আপনারা ধর্মের প্রতিনিধিত্বকারী হয়ে কথা বলছেন। আপনাদের ইমেজের সাথে ধর্মের ইমেজ জড়িত। আপনাদের অনেক দায়িত্ব।  আর যারা এসব নেটে দিচ্ছেন/ছড়াচ্ছেন, আপনাদের উদ্দেশ্য কী? অর্থ উপার্জন? না ধর্মপ্রচার/মতপ্রচার? আপনাদেরও বিবেকবান হয়ে তা করার জন্য অনুরোধ করছি। কেবল ভাইরাল হওয়া, অর্থ-উপার্জনের জন্য যা তা ছড়িয়ে দেওয়া কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। লেখক: চিকিৎসক