প্রকাশিত: Thu, Dec 29, 2022 2:14 AM
আপডেট: Sun, Jan 25, 2026 11:44 PM

বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের জন্মদিন, ধারণা করা হয় তাঁর চিত্রকর্মের সংখ্যা তিন হাজারেরও বেশি

আশিক নূরী : [১] জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী ছিলেন। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি ‘শিল্পাচার্য’ অভিধা লাভ করেন। তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছেÑ ‘দুর্ভিক্ষ-চিত্রমালা’, ‘মই দেয়া’, ‘সংগ্রাম’, ‘সাঁওতাল রমণী’, ‘ঝড়’, ‘কাক’, ‘বিদ্রোহী’ ইত্যাদি। ১৯৭০ সালে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তাঁর বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন। [২] জয়নুল আবেদিন ১৯১৪ সালে ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহুকুমার (বর্তমানে কিশোরগঞ্জ জেলা) কেন্দুয়াতে জন্মগ্রহণ করেন। বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা (সাব-ইন্সপেক্টর), মা জয়নাবুন্নেছা গৃহিনী। পড়াশোনায় হাতেখড়ি পরিবারের অভ্যন্তরীণ পরিমণ্ডলেই। জয়নুল আবেদিন ব্যক্তিগত জীবনে জাহানারা আবেদিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। [৩] জয়নুল আবেদিন খুব ছোটবেলা থেকেই ছবি আঁকতে পছন্দ করতেন। পাখির বাসা, পাখি, মাছ, গরু-ছাগল, ফুল-ফল এঁকে মা-বাবাকে দেখাতেন। মাত্র ষোল বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে তিনি বন্ধুদের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন শুধু গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার জন্য। 

জয়নুল আবেদিন ১৯৩৩Ñ১৯৩৮ সাল পর্যন্ত কলকাতার সরকারি আর্ট স্কুলে পড়েন। তিনি ১৯৩৮ সালে কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। [৪] জয়নুল আবেদিন ১৯৪৩ সালের দুর্ভিক্ষ চিত্রমালার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলো হলোÑ ‘১৯৫৭-এ নৌকা’, ‘১৯৫৯-এ সংগ্রাম’, ‘১৯৭১-এ বীর মুক্তিযোদ্ধা’, ‘ম্যাডোনা’ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর দীর্ঘ দুটি স্ক্রল ‘নবান্ন’ এবং ‘মনপুরা-৭০’ জননন্দিত দুটি শিল্পকর্ম। তিনি চিত্রাঙ্কনের চেয়ে চিত্রশিক্ষা প্রসারের ওপর অনেক বেশি সময় ব্যয় করেছেন। অনুমান করা হয় তাঁর চিত্রকর্মের সংখ্যা তিন হাজারেরও বেশি। [৫] জয়নুল আবেদিন বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য ‘শিল্পাচার্য’ অভিধা লাভ করেন। তিনি ১৯৭৬ সালের ২৮ মে মারা যান।