প্রকাশিত: Tue, Jun 11, 2024 1:04 PM
আপডেট: Sat, Dec 6, 2025 2:24 PM

জয় উপমহাদেশের জনগণেশ!

জাকির তালুকদার

ভারতের ভোটাররা নাকি খুব সচেতন। আমাদের দেশের ভোটার নিয়ে গর্ব করার কিছু নাই। করি না বিন্দুমাত্র। তার ওপরে গত ১৫ বছর ধরে তো ভোটই হয় না। জ্ঞানীরা বলেন, ভারতের ভোটাররা খুব সচেতন। হিন্দু সাম্প্রদায়িক দল বিজেপির পর পর তৃতীয়বার ভোটে জিতে ক্ষমতায় আসার কথা বলছি না আজ। বলছি ফিল্মের নায়িকা আর নায়কদের কথা। কোনোদিন রাজনীতির সাথে সম্পর্ক নাই, কোনো সংগঠনের সাথে সম্পর্ক নাই, স্তন-ঊরু-নিতম্ব দোলানো নায়িকাদের, আর ঢিসুম-ঢুসুম করা নায়কদের ভোটে দাঁড় করিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন জায়গাতে। পাবলিক ফাটাফাটি ভোটে জেতায় ওদের। তারপর ওরা যথারীতি স্তন-ঊরু-নিতম্ব দোলাতে আর ঢিসুম-ঢুসুম করতে চলে যায় সিনেমা পল্লীতে। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে কথা। জয় উপমহাদেশের জনগণেশ! লেখক: কথাসাহিত্যিক। ফেসবুক থেকে