প্রকাশিত: Fri, Dec 30, 2022 1:38 PM
আপডেট: Sun, Jan 25, 2026 11:42 PM

ওয়াজ-মাহফিলে ধর্মের চেয়ে অধর্মের গল্পই বেশি থাকে!

মিরাজুল ইসলাম

ওয়াজ-মাহফিল স্ট্যান্ডআপ কমেডির মতো উপভোগ করি। মন-মেজাজ ফুরফুরে করতে এইসব ইউটিউবার হুজুরদের শুনতে মজা লাগে। সেখানে ধর্মের চেয়ে অধর্মের গল্পই বেশি। ইদানীং চলছে বিশ্বকাপ ইস্যু। তামাম মৌলানাগণ বিশ্বকাপ ফুটবল নিয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। একটু মেসি একটু নেইমার একটু ব্রাজিল নিয়ে কাতুকুতুর মাঝে মাঝে হুঙ্কার দিয়ে গাইছেন, বলো লা ইলাহা...। আমার দাদার আমলের বুজুর্গগণ এদের দেখলে খবর ছিলো। দেশের হাইলি পেইড হুজুররা ফুটবলকে ইসলামের দুশমন সরাসরি না বললেও যা বলছেন তা হাস্যকর। এই একটা ব্যাপারে তাদের নিজেদের মধ্যে কোনো মাযহাব-ফ্যাসাদ নেই। 

তবে বিশ্বকাপ জেতার পর সোশ্যাল মিডিয়া নির্ভর ওয়াজগুলোতে আল্লাহ-রসুলকে নিয়ে আলোচনার বাইরে অনেক বেশি ভাইরাল হচ্ছে মেসি বিদ্বেষী চেতনা। সাথে নেইমার, এমবাপ্পের গোষ্ঠী উদ্ধারও জারি আছে। নব্য ভাবধারার ইসলামী মজলিশে একাধারে চলছে আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে রসালো সমালোচনা এবং ঘৃণার চাষাবাদ। এক হুজুরকে দেখলাম মদমুক্ত বিশ্বকাপের জন্য উল্লসিত। আরেক হুজুর মেসি কেন ইসলাম ধর্ম গ্রহণ করে না, এই আফসোসে আপ্লুত। মেসিকে সেই হুজুরের ভালো লাগলেও সে কেন মুসলিম না এই কষ্টে হুজুরের চোখে পানি। আমার ধারণা, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ফুটবলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে এইসব সেলিব্রেটি হুজুরদের ঘুষ খাইয়েছে। লেখক ও চিকিৎসক