প্রকাশিত: Sun, Jun 30, 2024 12:58 PM
আপডেট: Sat, Dec 6, 2025 2:26 PM

বলিভিয়া নতুন পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে

শুভ কামাল : বলিভিয়া দেশটা নতুন পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ...তাদের সামরিক বাহিনী প্রধান গিয়েছিলেন প্রেসিডেন্টকে সরিয়ে ক্ষমতা দখল করতে। সোজা কথায় ক্যু করতে। প্রেসিডেন্টের প্রাসাদে বুক চিতিয়ে দাঁড়ালেন প্রেসিডেন্ট লুইস আর্চি, কঠোরভাবে বিদ্রোহী প্রধানকে আদেশ দিলেন, আমি অর্ডার দিচ্ছি এক্ষণ চলে যাও, অনেক কষ্ট করে ডেমোক্রেসি ফেরত এনেছি আমরা বলিভিয়ার লোকজন! এর মাঝে তারা জনগণকে ডাক দিয়েছে মাঠে নামার জন্য। মাঠে নেমে এলো লাখ লাখ মানুষ। তারা রাস্তায় দৌঁড়ানি দিলো আর্মিদের।

সে এক চমৎকার দৃশ্য, জনরোষে ক্ষমতা দখলকারীরা ভয়ে পালিয়ে যাচ্ছে! যাইহোক বলিভিয়ায় লিথিয়াম পাওয়া যাওয়ার পর থেকেই একেক পর এক ক্যু হচ্ছে কয়েক বছর ধরে। তারা রাশার সঙ্গে সেটা উত্তোলনের চুক্তি করেছে, এর আগে ২০১৯ সালে তাদের প্রেসিডেন্ট রাশার সঙ্গে লিথিয়ামের ব্যাপারে কথা শুরুর পরপরই ক্যু হয়, কিন্তু জনতা ঠেকিয়ে দেয়। তারা ব্রিকসে যোগ দিতে চাচ্ছে এখন। আবার ফালাস্তানের পক্ষেও শক্তভাবে দাঁড়িয়েছে। আবার এই ঘটনা। কোইনসিডেন্স? যাইহোক পরিস্থিতি এখন শান্ত। বিদ্রোহী জেনারেলকে গ্রেপ্তার করেছে তার বাহিনীরই লোকজন। একটা সময় এমন ক্যু করে সারা পৃথিবীকে অস্থির করে দিতো বিশেষ একটা সংগঠন। মানুষ আস্তে আস্তে শিখে যাচ্ছে কীভাবে তাদের ষড়যন্ত্র হ্যান্ডেল করতে হয়। সেটাও নতুন পৃথিবীর সূচনা জানান দেয়...। ২৭-৬-২০২৪। ফেসবুক থেকে