প্রকাশিত: Sat, Dec 31, 2022 1:42 PM
আপডেট: Sat, Dec 6, 2025 10:11 PM

সেলেব্রিটিদের রাজনীতি যোগ

হেলাল মহিউদ্দিন

একজন গায়িকা সংসদ সদস্য সংসদে গান গান। আরেকজন নায়িকা সংসদ সদস্য আসন্ন। তিনি কী করবেন না করবেন কে জানে। গোপনে বিয়েশাদি করা আর শেষে সন্তান কোলে নিয়ে পিতৃত্বের দাবিতে কান্নাকাটি কৈফিয়তের লাইভ করা ছাড়া বাংলাদেশের নায়িকাদের কোনো রাজনৈতিক চর্যা বা দেশভাবনার কথা কখনো শুনিনি বলেই যত টেনশন। ভারতের সংসদে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা ছিলেন, আছেন ও থাকবেন। পৃথিবীর সকল দেশের সংসদেই আসলে কমবেশি আছে। 

ওয়েস্টার্ন জঁরার অভিনেতা রোনাল্ড রিগ্যান তো মার্কিন মুলুকের জনপ্রিয় ও সফল প্রেসিডেন্টই ছিলেন। নায়িকা-গায়িকা-ক্রিকেটার সংসদে থাকা সমস্যা নয়। ভারতসহ দুনিয়ার সেলেব্রিটি সাংসদরা নির্বাচিত হবার বহু আগে হতেই রাজনীতি-সংশ্লিষ্ট। ভুঁইফোঁড় নন। সাংসদ হবার আগে অনেকে রাজনৈতিক দলের সাংস্কৃতিক উইংগুলোতে নানারকম দায়িত্ব পালন করতেন। সবচাইতে বড় কথা, তাদের কেউ সংসদে দাঁড়িয়ে প্রশ^স্তিগীত গেয়েছেন বা অভিনয় শুরু করে দিয়েছিলেন এরকম কোনো সার্কাসÑকাণ্ডের নজির ইতিহাসে নেই। ফেসবুক থেকে