প্রকাশিত: Sun, Jan 1, 2023 2:10 PM
আপডেট: Sun, Jan 25, 2026 11:42 PM

মেট্রোরেলে নাম লিখলে কান্দন আসে কেন!

পারমিতা হিম 

মেট্রোরেলে ‘আমি+তুমি’ লিখলে ইঞ্জিনের সক্ষমতা কমে যায় না। অপরিবর্তিত থাকে। সিটের মেয়াদও হ্রাস পায় না। সৌন্দর্যের কথা নাইবা বললাম। তাহলে কেন কেউ কেউ কেঁন্দে বুক ভাসায়? ওদের বাসার রিমোট কন্ট্রোলের উপরে পলিথিন লাগানো থাকে যাতে রিমোট কন্ট্রোল অমর হয়। কেউ কেউ সোফার প্লাস্টিক খুলে না। ওইটার উপরেই বসে। কারণ সোফায় বসলে সেটার ডিজাইন ক্ষয় হয় যাবে। আর কেউ কেউ আছে যারা নতুন ফোনের উপরের প্লাস্টিকটা রেখেই যতদিন পারে ততোদিন ব্যবহার করে নেয়। ওদের ধারণা এভাবে ফোন দীর্ঘায়ু লাভ করে ও সৌন্দর্য ধরে রাখা যায়। এসব লোকের তো সিটের উপরে লেখা দেখলে কান্দন আসবেই। কিন্তু এরাই সব না। 

মেট্রোরেলে মানুষে মুরগি নিয়ে বসছে না ঠ্যাং তুলে বসছে এগুলা নিয়ে হাহাকার করা যত সহজ, মেট্রোরেলের প্রতি কিলোমিটার নির্মাণ খরচ, খরচ অনুপাতে লাভ, যানজট নিরসনে রেলের ভূমিকা কিংবা আসলেই যাত্রীবান্ধব হবে কিভাবে কী করলে এগুলো নিয়ে কথা বলা, রিপোর্ট করা, আলোচনা করা ততই কঠিন। সুতরাং ‘আশিক+জেরিন’ই চলবে। এটা খুব সহজ। পারমিতা হিম। ফেসবুক থেকে