প্রকাশিত: Fri, Jan 6, 2023 2:41 PM
আপডেট: Sat, Dec 6, 2025 11:55 PM

দুনিয়ার কোনো জিনিস নিয়েই মূলত আপ্লুত হবার কিছু নেই

হুমায়ুন কবির

একটা বছর চলে গেলো। তাতে হলোটা কী? জন্মের পর থেকেই তো এইভাবে বছর চলে যাইতেছে। একটা করে খারাপ বছর যায়, আবার একটা খারাপ বছর চলে আসে। যেটা এলো, সেটাও একদিন চলে যাবে। এইভাবে বছর চলে যাইতে যাইতে একদিন আপনি আমিও চলে যাব। সেদিন কাছের কেউটেউ থাকলে দুই একমাস কান্নাকাটি করবে, এরপর বেমালুম ভুলে যাবে সব। 

এই পৃথিবীর সব থাকবে, এই ধূলা, এই ঘাস, এই পাখির কিচিরমিচির, এই গাড়ির হর্ন, দুই একটা হিট ছবি, হিট গান, আনন্দ, উৎসব, ঈদ, পুজো, ক্রিসমাস সব। হ্যাঁ হ্যাঁ সব থাকবে। আপনি আর আমিই শুধু থাকবো না। আমাকে কেউ মনেও রাখবে না। মনে রাখার প্রয়োজন নেই তো। এই যে আমাদের আগে পৃথিবী থেকে কোটি কোটি মানুষ চলে গেছে, এদের কাউকে আমরা মনে রেখেছি? না, রাখি নাই, কারণ তার কোনো প্রয়োজন নেই। আপনি আমিও এমন কোনো বাল না যে আমাদের মনে রাখতে হবে।

দূর জঙ্গলে যেমন দুই একটা বুনো ফুল ফুটে কিছুদিন পর আবার ঝরে যায়, এতে যেমন সেই জঙ্গলের গাছ, পাখপাখালির কিচ্ছু যায় আসে না, আমরা মানুষরাও তেমন, ক্ষণজন্মা বুনো ফুলের মতো জন্মি, এরপর খাই, ঘুমাই, গান শুনি, ঘুরি, সহবাস করি, মারা যাই, এতে পৃথিবীরও কিচ্ছু যায় আসে না! দুনিয়ার কোনো জিনিস নিয়েই মূলত আপ্লুত হবার কিছু নাই। দুনিয়া দুনিয়ার নিয়মে চলে, আপনি আমি থাকা না থাকাতে তার কিছু যায় আসে না। মানব প্রজাতি বিলুপ্ত হয়ে গেলে হয়তো দুনিয়া তার প্রয়োজনে অন্য একটা প্রজাতি বানায় নেবে। কাজেই নিজেকে খুব লামছাম ভাবা বাদ দেন। বছর এসেছে, বছর যাবে, আপনি এসেছেন, আপনিও একদিন যাবেন। এইটাই নিয়ম। এতে খুব আহামরি কিছু হয়ে যায়নাই। ফেসবুক থেকে