প্রকাশিত: Sun, Jan 15, 2023 1:45 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:35 PM

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি

জেরিন আহমেদ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার  দুপুরে বিএনপির এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুলকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কারাগারে থাকতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিএনপি মহাসচিব। জামিনে মুক্ত হওয়ার পরে অসুস্থ বোধ করায় চিকিৎসকের পারমর্শে  স্বাস্থ্য পরীক্ষার জন্য  তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। 

এদিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা আব্বাসের হার্টবিট অনিয়মিত হয়ে যায়। পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায়। একইসঙ্গে তার মূত্রজনিত সমস্যাও বেড়েছে। মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব