প্রকাশিত: Fri, Jan 27, 2023 2:04 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:28 PM

খালেদা জিয়াকে নিয়ে অপপ্রচারে নেমেছেন শেখ সেলিম: মির্জা ফখরুল

খালিদ আহমেদ: খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দিয়ে মুক্ত হয়েছেন, আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের এই বক্তব্য উদ্দেশ্যে প্রণোদিত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ সেলিমের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। শুক্রবার বিকেলে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে শেখ সেলিমের এমন বক্তব্য মিথ্যা, অপপ্রচার, বানোয়াট এবং উদ্দেশ্যে প্রণোদিত।

ফখরুল অভিযোগ করেন, সরকার ও তাদের এজেন্টরা বিরোধী ঐক্য দমনের চেষ্টা করছে। বলেন, সরকার পতনে যুগপৎ আন্দোলন সাফল্যের উদ্দেশে ৪ ফেব্রুয়ারির কর্মসূচি সফল করা ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে লিয়াজোঁ কমিটির সঙ্গে।

কমিটির সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে ঐক্য দৃঢ় করতে হবে। ঐক্যে ফাটল ধরার চক্রান্তের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সম্পাদনা: এল আর বাদল