প্রকাশিত: Sun, Jan 29, 2023 1:52 PM
আপডেট: Sat, Dec 6, 2025 8:10 PM

পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো: ওবায়দুল কাদের

মঈন উদ্দিন: বিএনপি মহাসচিবের বক্তব্যের সূত্র ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, পালাবো না। 

প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। বিএনপির মরণযাত্রা হচ্ছে এখন। তারা এখন সরকারকে পালাতে বলে; পালানোর পথ নাকি খুঁজে পাবেন না। 

ফখরুল সাহেব, পালিয়ে তো আছেন আপনারা। রোববার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে। ৭ বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। 

তিনি বলেন, আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরবো। পালাবো না। কোথায় পালাবো! পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না! ওই বাড়িতে গিয়ে উঠবো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এখনো শিক্ষা হয়নি। শিক্ষা হবে যখন আগামী নির্বাচনে আবারও পরাজয়ের মুখ দেখবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব