প্রকাশিত: Thu, Feb 2, 2023 1:42 PM আপডেট: Sun, Jan 25, 2026 10:27 PM
ইভিএমে একতারা প্রতীকে চাপ দিলে উঠে নৌকা
আমাকে স্যার ডাকতে হবে বলে পরিকল্পিতভাবে হারানো হয়েছে: হিরো আলম
এম এম লিংকন, আব্দুল ওয়াদুদ : বগুড়া- ৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, এ সরকারের অধীনে আর সুষ্ঠু ভোট সম্ভব নয়। আমার খালা ভোটের দিন এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছিলেন। খালা তিনবার একতারা প্রতীকে চাপ দিয়েছেন কিন্তু প্রতিবারই শুধু নৌকা উঠেছে। এদিকে, নির্বাচন কমিশনার রাদেশা সুলতানা বলছেন, হিরো আলমের অভিযোগ ভিত্তিহীন। বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন হিরো আলম।
এদিন জেলা নির্বাচন কার্যালয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের ফলাফলের কপি নিতে যান বহুল আলোচিত এ প্রার্থী। জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, যেহেতু হিরো আলম ফলাফল নিয়ে অভিযোগ করে একটি সংবাদ সম্মেলন করেছে এবং টিভি-টকশোতেও একই অভিযোগ করেছে, সেটা দেখে সিইসি স্যার আমাকে ফলাফল পুনরায় যাচাইয়ের জন্য বৃহস্পতিবার সকালে ফোনে নির্দেশ দেন। একই সঙ্গে ফলাফলের সব কপি ঢাকায় পাঠাতে বলেন।
তিনি বলেন, পরে আমরা ফলাফল আবার যাচাই করে দেখেছি সব ঠিক আছে। আমরা তাকে ইভিএম মেশিনের ফলাফলের কপি এবং কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার সই করা ফলাফলের কপি দিয়েছি।
নির্বাচনের ফলাফলের বিষয়ে হিরো আলমের ভাষ্য, ষড়যন্ত্র করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট করবো। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। একশ্রেণির মানুষ আমাকে স্যার ডাকতে চায় না।
বুধবার রাতে হিরো আলম তার নিজ বাসায় সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বগুড়া-৪ আসনে ভোট কারচুপি না হলেও গণনার সময় ফল পাল্টানো হয়েছে। ষড়যন্ত্র করে তাকে হারিয়ে দেয়া হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, বগুড়ার জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রত্যেকের সঙ্গে স্যার (সিইসি) নিজে কথা বলেছেন। তারা আশ্বস্ত করেছেন এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। ফলাফল শতভাগ ঠিকভাবে হয়েছে। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি