প্রকাশিত: Sat, Feb 18, 2023 2:17 PM
আপডেট: Sun, Jan 25, 2026 11:28 PM

২৫ ফেব্রুয়ারি দেশের সব জেলায় বিএনপির পদযাত্রা

সালেহ্ বিপ্লব: বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে শনিবার ঢাকা বাদে দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।

ময়মনসিংহে পদযাত্রায় নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খুলনায় দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, গাজীপুরে ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুরে দলের যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পদযাত্রায় নেতৃত্ব দেন। শুক্রবার ঢাকার দুই মহানগরে পদযাত্রা হয়েছে শুক্রবার। পদযাত্রা কর্মসূচি শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে পদযাত্রা ঘোষণা করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পদযাত্রা সফল করে গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবী আদায়ে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন। সম্পাদনা: খালিদ আহমেদ