প্রকাশিত: Mon, Feb 27, 2023 2:22 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:15 AM

বিএনপির হাতে ২১ আগস্টের রক্তের দাগ: ওবায়দুল কাদের

এম এম লিংকন: আওয়ামী লীগের সাধারণে সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাদের হাতে ২৬ হাজার নেতাকর্মীর রক্তের দাগ লেগে আছে। তাদের হাতে ২১ আগস্টের রক্তের দাগ। সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, যারা দেশে জঙ্গিবাদ কায়েম করেছে, তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে? এখনও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেন যে, পাকিস্তান আমল ভালো ছিল। অথচ পাকিস্তানের ২৪২ রুপি সমান ১ ডলার। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যাদেরকে নিয়ে রাজনীতি করে, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বিএনপির হাতে ক্ষমতা দেওয়া আর বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেওয়া, একই কথা।

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শবনম জাহান শিলার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সংগঠনটির সাবেক সভাপতি সাফিয়া খাতুন, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ।