প্রকাশিত: Thu, Mar 2, 2023 3:29 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:16 AM

রাজনৈতিক দলের সমস্যা নিয়ে মুরুব্বিয়ানা করবে না কমিশন: সিইসি

এম এম লিংকন: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল  বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে নির্বাচন ভবনের সামনে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, অনুমান ও বাস্তবতার নিরিখে বলা যায়- ভোট যখন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, তখন ভোটার উপস্থিতি বেশি থাকে। উপনির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে। কারণ মেয়াদ আছে মাত্র ১০ মাস। আর সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। ইউনিয়ন পরিষদে কিন্তু উপস্থিতি সন্তোষজনক ছিল। ইভিএমে ভোটে বলা হয় ধীরগতি, সেখানেও উপস্থিতি যথেষ্ট ভালো ছিল। আমরা আশাকরি আগামীতে ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, সেখানে উপস্থিতি যথেষ্ট হবে সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব