প্রকাশিত: Fri, Mar 3, 2023 2:21 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:19 AM

বেগম জিয়ার রাজনীতি নিয়ে কোন মন্তব্য নয়: আমীর খসরু

রিয়াদ হাসান: খালেদা জিয়ার রাজনীতি এবং নির্বাচনে অংশ নেয়া নিয়ে আওয়ামী লীগ নেতাদের সতর্ক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আপনারা বলছেন বেগম জিয়া নির্বাচন করতে পারবেন না, রাজনীতি করতে পারবেন, যা বলছেন মাথায় রেখে বলবেন। আপনারা কেউ নির্বাচন করতে পারবেন না। কারণ আপনারা সবাই দুর্নীতিবাজ, সবাই হত্যাকারী, সবাই গুমের অংশীদার, সবাই মিথ্যা মামলার অংশীদার, খুনের অংশীদার, আপনাদের আগামী দিনে কারো নির্বাচন করার অধিকার থাকবে না। সুতরাং কথা চিন্তা করে বলবেন।শুক্রবার (৩ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ নাগরিক অধিকার এই অনুষ্ঠানের আয়োজন করে। আমীর খসরু বলেন, ওয়ান-ইলেভেনে খালেদা জিয়ার চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীর নামে বেশি মামলা ছিল। তারা ক্ষমতায় এসে সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে তাদের সব মামলা চালু করা হবে এবং তাদের প্রত্যেককে জেলে ঢুকিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলন ঘিরে কাউকে জেলে নিলে লাভ হবে না। সব নেতাকর্মী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে নামবে। এই সরকার রেহাই পাবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, চোরকে ঘর পাহারার দায়িত্ব দেওয়া যাবে না। চোরকে প্রথমে জেলে পাঠাতে হবে তারপরে বাংলাদেশ নিরাপদ, এরপরে নিরাপদে বাংলাদেশের মানুষ ভোট প্রদান করতে পারবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে আন্দোলন দমন করা যায়নি। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমন করা যায়নি। রিজভী আহমেদের মতো মেধাবী নেতাকে জেলে পাঠিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপির লাখ লাখ নেতাকর্মী রাস্তায় নেমে গেছে। এদের নেতৃত্ব দেওয়ার জন্য সারা বাংলাদেশের সকলে নেতা হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা কর্মী একেকটা নেতা হয়ে গেছে। সুতরাং নেতাদের বন্দি করে আন্দোলন দমন করার কোনো সুযোগ নেই।

বাংলাদেশ নাগরিক অধিকারের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান, বিএনপি নেতা আবু নাছের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, মনিরুজ্জামান মনির, আমান উল্লাহ আমান প্রমুখ। সম্পাদনা: ইমরুল শাহেদ