প্রকাশিত: Wed, Mar 22, 2023 2:00 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:19 AM

গণতন্ত্র না থাকায় দেশে নৈরাজ্য ও হাহাকার চলছে : মির্জা ফখরুল

সাগর আকন: বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটের নিশ্চয়তা, প্রতিনিধি নির্বাচিত করার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। ভণ্ড রাজনীতি করে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে  চায়। ক্ষমতায় এসে তারা জনগণের অধিকার কেড়ে লুট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে একদলীয় বাকশালী শাসন চালাচ্ছে।

মঙ্গলবার বরগুনার বেতাগী উপজেলার বড় মোকামিয়া এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, সমাজকে মুক্ত সমাজ করতে হবে, মানুষের চিন্তার স্বাধীনতা দিতে হবে। কথা বলার স্বাধীনতা দিতে হবে লেখার সুযোগ দিতে হবে। তাহলেই দেশের উন্নয়ন সম্ভব হবে। সম্পাদনা: মুরাদ হাসান