প্রকাশিত: Wed, Mar 22, 2023 2:06 AM আপডেট: Mon, Jan 26, 2026 4:29 AM
রোজার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো সংলাপে বসবে ইসি
এম এম লিংকন: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দলের জন্য অবশ্যই সমান লেবেল প্লেয়িং ফিল্ড সুনিশ্চিত করার লক্ষে কাজ করছে কমিশন। সম্ভবত রোজার পর ফের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। মঙ্গলবার আমাদের নতুন সময়কে এ কথা বলেন তিনি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে কী নিয়ে আলোচনা হবে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতামত চাইবো। আর জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দলগুলোর সব ধরনের মতামত নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবিধানিকভাবে আমাদের দায়িত্ব যতটুকু তার শতভাগ আমরা পালন করে যাবো ইনশা আল্লাহ। সব দলের প্রতি আন্তরিক আহ্বান অব্যাহত থাকবে, ভোটে অংশ নিন। সকল প্রকার নির্বাচনই আমাদের কাছে সমান গুরুত্ব বহন করে এবং সবার জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেছি। কোন নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ মনে করি না। বিগত সিটি নির্বাচনগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে মর্মে আমার বিশ্বাস। এবং কমিশনের উপর ভোটারদের আস্থা বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। সামনেও ৫ টি সিটি করপোরেশন নির্বাচন রয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে জনগনের প্রত্যাশা পূরনের।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের একার পক্ষে সব সম্ভব হবে না; সকলের সহযোগিতাও দরকার। আমাদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ দিয়েছি, আস্থা অর্জনে এগিয়ে গেছি। উদ্দেশ্য একটাই- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা। সাংবিধানিক দায়িত্ব পালন করছি। এখানে চ্যালেঞ্জের কিছু নেই। আমরা সব সময় চেষ্টা করি ভালো কিছু করার যা ভবিষৎ এ উদহারন হয়ে থাকবে। আমাদের কাজ দেখে জনগণ বিশ্লেষণ ও মুল্যায়ন করবে যে আমরা ভালো করছি না খারাপ করছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি