প্রকাশিত: Sun, May 28, 2023 3:36 PM
আপডেট: Mon, Jan 26, 2026 8:59 AM

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: গণতন্ত্র মঞ্চ

রিয়াদ হাসাান: গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি এক তরফা ও তামাশার নির্বাচন করতে চায়। আর তা বুঝতে পেরেই ৭ মাস আগে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এই ভিসা নীতি বর্তমান সরকারের বুকে কাঁপন ধরিয়েছে।

নেতারা বলেন, জনগণ ভোট দিতে পারলে কী পরিস্থিতি হয়, তা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে। দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ভেসে যাবে।

রোববার (২৮ মে) রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় গণতন্ত্র মঞ্চের ঢাকা উত্তরের পদযাত্রা কর্মসূচি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা এসব কথা বলেন। সমাবেশ শেষে মালিবাগ রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে বাড্ডায় গিয়ে পদযাত্রাটি শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ২০১৪ সাল থেকে এই সরকার জবরদস্তি করে ক্ষমতায় আছে। সরকারের কারণে যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি দেশের মানুষের মুখে চুনকালি মেখে দিয়েছে।

তিনি বলেন, খবর বেরিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নাকি একই নীতি ঘোষণা করবে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো গণতান্ত্রিক দেশগুলো নাকি একই নীতি গ্রহণ করতে যাচ্ছে।

দুনিয়ার বুকে সমস্ত মান সম্মান এই সরকার শেষ করে দিয়েছে উল্লেখ্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমেরিকা আমাদের স্যাংশন দেয়নি, কিন্তু বলেছে তোমরা ভোট চুরি কর। তোমরা মানুষকে কথা বলতে দাও না, মত প্রকাশ করতে দাও না, নির্যাতন করো। এই সমস্ত কাজ যদি সামনে নির্বাচনে করা হয় তাহলে তাদেরকে আমরা আর ভিসা দেবো না।

মান্না বলেন, যতদিন পর্যন্ত আমাদের যে দাবি- এই নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রের ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান পরিবর্তন করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা অন্য কারো সাথে হাত মিলিয়ে আপস করে সমঝোতা করার চেষ্টা করছি না। আমরা এই লড়াই চালাবো এবং বিশ্বাস করি, এই লড়াইয়ে আমরা জিতব।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে যুক্তরাষ্ট্র গায়ে পরে নতুন ভিসা নীতি ঘোষণা করত না। ক্ষমতায় থাকতে এই সরকার দেশের জনগণের মর্যাদা ভূলুণ্ঠিত করেছে।

সাকি আরো বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যুক্তরোষ্ট্রের নতুন ভিসানীতির ফলে নাকি বিএনপি বেকায়দায় আছে। দেশে ভোট চুরি করে, মানবাধিবার লঙ্ঘন করে সারাবিশ্বে বদনাম করছে তারা, আর বলছে ভিসানীতি নাকি বিরোধী দলের জন্য। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ভেসে যাবে। জনগণ ও বিরোধী দল সুষ্ঠু নির্বাচন চায়।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহসভাপতি তানিয়া রব প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া