প্রকাশিত: Mon, Dec 12, 2022 3:24 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:23 PM

বিএনপির এমপিরা পদত্যাগ করায় সরকারের কাতুকুতু লেগেছে: তথ্যমন্ত্রী

এম আর আমিন: বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় সরকারের একটু কাতুকুতু লেগেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও স¤প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার চট্টগ্রাম নগরীর স্টেডিয়াম সংলগ্ন মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগর ত্রি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা ছোট থাকতে দেখতাম চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ভ্যারাইটি শো হতো। সে সময় মদ, গাজাসহ বঙ্গবন্ধু যেগুলো বন্ধ করে দিয়েছিলেন সেগুলো চালু করে দেন জিয়াউর রহমান। ওই ভ্যারাইটিশো যেদিন হতো, সেদিন মাইকিং হতো আজকে ঝুমুর ঝুমুর নাচ হবে। সেই শোতে যে পরিমাণ লোক হতো বিএনপির সমাবেশে তার চেয়ে একটু বেশি লোক হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি সমাবেশের জন্য ঢাকায় গোলাপবাগ মাঠ বেছে নিয়েছে। সেখানে গরুর হাট হতো। সেই ময়দানের আয়তন ৫০ হাজার বর্গফুট। সেখানে সর্বোচ্চ ১৫ থেকে ২০ হাজার লোক ধরে। রাস্তাঘাটসহ সব মিলিয়ে তারা ৫০ হাজার মানুষের একটি সমাবেশ করলেন। কিন্তু সরকারের পদত্যাগ চাইতে এসে নিজেরাই পদত্যাগ করে বসলেন। ওনারা মনে করেছেন সংসদ থেকে পদত্যাগ করলে মনে হয় সরকারের ভিত নড়ে যাবে। আওয়ামী লীগের একটু কাতুকুতু লেগেছে, এর বেশি কিছু হয় নাই। সম্পাদনা: খালিদ আহমেদ