প্রকাশিত: Sat, Jun 10, 2023 8:54 PM আপডেট: Mon, Jan 26, 2026 10:31 AM
বরিশালে খায়ের আব্দুল্লাহকে বিজয়ী করা বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের
এম এম লিংকন: সুষ্ঠু ও অবাধ ভোটের পরিবেশ বজায় রেখেই আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ জয়ী হবে বলে মনে করছেন দলটির শীর্ষ স্থানীয় নেতারা। স্বচ্ছতার ভীত্তিতেই দলীয় প্রার্থীকে জয়ী করাটা বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখছে দলটির নেতারা।
গাজীপুরের ভোটের ফলাফলে একটা চমকের পর বিশেষ করে বরিশাল সিটিতে কী হয় সেটি নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এবারের সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় ভোটারদের মধ্যে একটা বিশেষ আগ্রহ লক্ষ্য করা গেছে। নির্বাচনকে ঘিরে এরমধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে নতুন ভোটারদের মধ্যে। এখানকার ভোটাররা সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি ভোটেরমত শান্তিপূর্ণ ভোট চায়ছে সবাই।
বরিশালে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং জাকের পার্টি দলীয় প্রতীকে প্রার্থী দিয়েছেন।
কেন্দ্র ও স্থানীয় আওয়ামী লীগ জোর তৎপরতা চালাচ্ছে যাতে বরিশালে গাজীপুরের ভোটের পুনরাবৃত্তি না হয়। এই সিটি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের সমন্বয়ক করা হয়েছে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৃষিবিদ আফম বাহা-উদ্দিন নাছিম।
স্বচ্ছতা বজায় রেখে দলীয় নতুন প্রার্থীর বিজয়ের বিষয়ে জানতে চাইলে এই প্রতিবেদককে তিনি বলেন , এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচনের প্রচারণা শেষ করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে স্মার্ট বরিশাল মহানগরী গড়ার অঙ্গীকার দিয়ে ভোটারদের কাছে ভোট চেয়েছি। এ সময় ভোটারদের চোখে মুখে আমাদের দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আগ্রহ দেখেছি। তিনি আরো বলেন , আমাদের প্রার্থী দল-বল নির্বিশেষে সবার কাছে সমানভাবে জনপ্রিয়। তার স্বচ্ছতা বা সততা নিয়ে কেউ কোন ধরণের প্রশ্ন তুলেনি। আওয়ামী লীগের প্রার্থীই এখানে জয়ী হবে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে।
ভোটের মাঠের প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ গ্রহণ করেনি তাহলে কি এই ভোটকে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ বলা যায় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি সরাসরি এই নির্বাচনে প্রার্থী না হলেও বিএনপির সাবেক মেয়রের ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে। আবার হাত পাখার নেতাও এখানে সাড়া ফেলেছে। সব দিকে দিয়ে দেখলে এটাকে অবশ্যই ভালোমানের প্রতিদ্বন্দ্বীতাপর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রসাশনও ভোটের পরিবেশ শান্ত রাখতে ব্যস্ত সময় পার করছেন।
তিনি বলছেন, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে স্বচ্ছতা বজায় রেখে আমাদের দলীয় প্রার্থীকে বিজয় করানো। তবে, আবুল খায়ের আব্দুল্লাহকে সাধারণ মানুষ গ্রহণ করেছে। তার জয়ী হওয়ার সম্ভাবনাবেশি। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি