প্রকাশিত: Sun, Jun 11, 2023 9:49 PM আপডেট: Mon, Jan 26, 2026 10:32 AM
অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোরে সমাবেশ করতেই পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
মাসুদ আলম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোরে তাদের সভা-সমাবেশ করতেই পারে। ১০ বছর পর জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়া হলেও দলটির বিষয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি ।
রোববার রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এক দশক পর শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করে জামায়াত। এ বিষয়ে তিনি আরও বলেন, জামায়াত একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। দেশের অনেক অনিবন্ধিত দলই বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে। অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা-সমাবেশ ইনডোরে করতেই পারে। তারা ইনডোরে সমাবেশ করতে চেয়েছিল। সেটা কমিশনার যাচাই করে অনুমতি দিয়েছে।
মন্ত্রী বলেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা সমাবেশ করে থাকে। এসব সমাবেশে অনেক সময় আমরা দেখেছি অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এসব কিছু মাথায় রেখেই তাদের ইনডোরে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হাইওয়ে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আগে আমরা প্রতিনিয়তই সড়কে-মহাসড়কে চুরি-ডাকাতি লুটপাটের খবর পেতাম। বর্তমানে হাইওয়ে পুলিশকে সমৃদ্ধ করা হয়েছে। এর ফলে এখন আর আগের মতো চুরি-ডাকাতি হয় না।
এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, মহাসড়ককে নিরাপদ করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য মহাসড়কে ডাকাতি-ছিনতাই নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি