প্রকাশিত: Mon, Jun 12, 2023 9:11 PM
আপডেট: Mon, Jan 26, 2026 10:30 AM

শুক্রবার রাজধানীতে বিক্ষোভ

খুলনা ও বরিশালের ভোট প্রত্যাখান ইসলামী আন্দোলনের

এম এম লিংকন: দলটি রাজশাহী ও সিলেট সিটির নির্বাচন বর্জনেরও ঘোষনা দিয়েছে। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ কমসূচির ডাক দিয়েছে। সোমবার  বরিশালে নিজেদের মেয়র প্রার্থীর উপর হামলার ঘটনার প্রতিবাদে ভোট প্রত্যাখান করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

বরিশাল নগরের চৌমাথা এলাকায় হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ হামলার প্রতিবাদে ঢাকার পল্টনে প্রতিবাদ ও মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। ফয়জুল করিমের উপর হামলার ঘটনার প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়অল বলেন, হাত পাখার প্রার্থী কি ইন্তেকাল করেছেন? আমরা তার রক্তক্ষরণ দেখিনি। শুনেছি হাতপাখার প্রার্থীকে একজন পেছন থেকে ঘুষি মেরেছে। এ ঘটনা জানার পর আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতা সামলানোর জন্য প্রস্তুতি রয়েছে আমাদের। নির্বাচন সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। সম্পাদনা: এল আর বাদল