প্রকাশিত: Tue, Jun 13, 2023 8:59 PM
আপডেট: Mon, Jan 26, 2026 10:31 AM

সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: শেরপুরে জি এম কাদের

ইসমাইল হোসেন, শেরপুর: জেলা জাতীয় পার্টির সম্মেলনে দলীয় চেয়ারম্যান ও সংসদীয় বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেন, দেশে বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে, এই সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্ভব নয়।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এরপর জি এম কাদের শহরের চকবাজারে শহীদ মিনার প্রাঙ্গণে জেলা জাপার সভাপতি মো. ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের জনসভায় যোগ দেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি। তারা প্রত্যাশা করে, বাংলাদেশে যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। তারা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

পার্টির চেয়ারম্যান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনও কোথাও থেকে পাইনি। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। আগামী নির্বাচনে কীভাবে নির্বাচন করবো সেটি দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া