প্রকাশিত: Tue, Jun 13, 2023 9:06 PM আপডেট: Mon, Jan 26, 2026 11:55 AM
বুধবারের মধ্যে ফয়জুল করিমের ওপর হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ ইসির
এম এম লিংকন: এই হামলার ঘটনায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয় জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
সোমবার ২২ নম্বর ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে মেয়রপ্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটেছে। নৌকা প্রতীকের কর্মীরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ জানিয়েছেন ইসলামী আন্দোলনের এই মেয়রপ্রার্থী।
এরপর বিষয়টি আলোচনায় এলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) আহসান হাবিব খান তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট্যদেরকে নির্দেশ দেন হামলাকারীকে আটকের জন্য।এরপর সোমবার (১২ জুন) রাত পৌনে ১০টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হামলাকারী স্বপনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও প্রার্থী বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
ইসির জনসংযোগ পরিচালক বলেন, ঐ বিষয়ে ব্যবস্থা গ্রহণে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে। এছাড়া, জেলা প্রশাসক, বরিশাল, এবং রিটার্নিং অফিসার, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে, এ বিষয়সমূহ সরেজমিন তদন্ত করে বুধবারের মধ্যে সকলকে নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি