প্রকাশিত: Wed, Jun 14, 2023 9:00 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:52 AM

জাতীয় পার্টিতে ফের ভাঙনের সুর!

চলতি বাজেট অধিবেশনেই জিএম কাদেরের বিপক্ষে এবং সরকারের পক্ষে বক্তব্য রাখবেন রওশন এরশাদ

আজাহার আলী সরকার: জাতীয় পার্টিতে ফের ভাঙ্গনের সুর ! ভাবী-দেবরের মধ্যে লাঙ্গল প্রতীক নিয়ে ইতোমধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে । খুব শিগগিরই তাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরুর আভাস পাওয়া গেছে।

সূত্রমতে, গত ১২ জুন রওশন এরশাদ লাঙ্গল প্রতীকের মূল মালিক তিনি, এই দাবি করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আবেদন করেছেন। তিনি ওই আবেদনে উল্লেখ করেছেন, তার অনুপস্থিতিতে তারই অধীনস্থ এবং জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ ছাড়া জাপার এমপি প্রার্থীদের লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়ার এখতিয়ার কারো থাকবে না।  প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি আইনগতভাবে যাচাই করে সিদ্ধান্ত জানাবেন বলে জাপার প্রতিনিধিদলের সদস্যেদের জানিয়েছেন। 

সূত্রটি আরও জানায়, জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনেই  জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে কোনঠাসা করতে এবং বিব্রতকর অবস্থায় ফেলতে তুলাধুনা করতে পারেন বিরোধীদলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এমপি।

একই সাথে বিরোধদলীয় নেতা এই বাজেট অধিবেশনে সরকারের বিভিন্ন উন্নয়ন এবং পজিটিভ কর্মপন্থার পক্ষে সাফাই গেয়ে প্রশংসাও করতে পারেন তার বক্তব্যে।

এ পর্যন্ত জিএম কাদের ক্ষমতাসীন সরকারে কঠোর সমালোচনা করে যে বক্তব্য রেখেছেন, তার পুরোপুরি উল্টো বা বিপরীত বক্তব্য রাখবেন রওশন এরশাদ। ইতোমধ্যেই সরকারী দলের পক্ষে থেকে বিরোধদলীয় নেতাকে আগাম প্রয়োজনীয় তথ্যসহ বক্তব্যের পরামর্শও দেওয়া হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব