প্রকাশিত: Wed, Jun 14, 2023 9:02 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:54 AM

খালেদা জিয়াকে সরকার স্লো-পয়জনিং করেছে কিনা, সন্দেহ মির্জা ফখরুলের

শাহানুজ্জামান টিটু: বুধবার চট্টগ্রামে তারুণ্য সমাবেশে বিএনপি মহাসচিব এ কথা বলেন। তিনি বলেন, বেগম জিয়াকে হাসপাতালে বহুদিন আটকে রাখা হয়েছিলো। তিনি চরম অসুস্থ। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, সরকারকে পদত্যাগ করতে হবে এখনই। যে নামেই বলুন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ক্ষমতা হস্তান্তর করতে হবে। 

মির্জা ফখরুল বলেন, ভিসানীতিতে ভয় পেয়ে সরকারের হাঁটু কাঁপছে। ভোটে কারচুপি করতে চাইলে সরকারের রেহাই নাই, কুত্তা মার্কা নির্বাচন করতে চাইলে এবার রেহাই নাই সরকারের। বর্তমান সরকারকে নির্বাচনের জন্য বিএনপি বিশ্বাস করে না। 

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় না। জনগণকে ক্ষমতায় নিতে চায়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব