প্রকাশিত: Wed, Jun 14, 2023 9:06 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:51 AM

সুষ্ঠু পরিবেশে তৈরি না হলে ভোট বর্জনের হুঁশিয়ারি রাজশাহীর জাপা প্রার্থীর

মঈন উদ্দীন, রাজশাহী: সুুষ্ঠু পরিবেশে তৈরি না হলে ভোট বর্জনের হুশিয়ারী দেন জাতীয় পার্টির মনোনিত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি বুধবার আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, যদি আমরা লেভেল প্লেইং ফিল্ড পাই তাহলে রাসিক নির্বাচনে প্রতিদ্বন্দিতা নির্বাচন করবো। বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে মারধর করা হয়েছে, তারা নির্বাচন থেকে সরে গেছে। এভাবে মারা সঠিক নয়। তবে আমরা মাঠ থেকে সরবো না, শেষ পর্যন্ত দেখতে চাই।

তিনি রাজশাহীর রাজনীতিবিদদের অনুরোধ করে বলেন, রাজশাহীর মানুষ খুব শান্ত, আমাদের এই পরিবেশটা যেনো নষ্ট না হয়ে যায়। এটি সবার কাছে আমার অনুরোধ যেনো আমরা সুন্দর ও সুষ্ঠু ভাবে ভোট সেন্টারে যেতে পারি। শান্তি প্রিয় মানুষদের যেনো অবহেলিত না করি। রাজশাহীর দুর্নাম যেনো আমরা কেউ কুড়ায় না নিয়ে আসি, এটি আমার সবচেয়ে বেশী বড় প্রত্যাশা।

বরিশাল ও খুলনা সিটি নির্বাচন ইভিএমে কারচুপির প্রশ্ন তোলেন জাতীয় পার্টির এই প্রার্থী।

রাজশাহীতেও ইভিএম নিয়েও চরম সন্ধিহান আছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ইভিএম ছেড়ে দিয়ে ওপেন মাঠে আসলে আমরা আরো সুন্দর মাঠে ফাইট দিবো। ইভিএমেও যদি সুন্দর ও সুষ্ঠ পরিবেশ তৈরি না হয় তাহলে আমরাও ভোট বর্জন করতে বাধ্য হবো। তবে সুষ্ঠু ভোট হলে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন জাতীয় পার্টির এই প্রার্থী। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া