প্রকাশিত: Fri, Jun 16, 2023 8:46 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:51 AM

স্বাধীনতার ৫০ বছরেও দেশের সাংবাদিকতা অনিরাপদ: জি এম কাদের

সালেহ্ বিপ্লব: সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। শুক্রবার এক শোক বার্তায় তিনি নিহত সাংবাদিক নাদিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, গণমাধ্যমের ওপর হামলা ক্ষমার অযোগ্য অপরাধ। সাংবাদিক নাদিম হত্যার ঘটনা মেনে নেয়া যায় না। 

তিনি নাদিম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

পৃথক বিবৃতিতে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। সম্পাদনা: তারিক আল বান্না