প্রকাশিত: Mon, Jun 26, 2023 9:28 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:52 AM

২০১৪ বা ২০১৮ সালের মত নির্বাচন হবে না: জিএম কাদের

আমিনুল ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, আওয়ামী লীগের ধারণা; রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে। তাই যে কোন ভাবে ক্ষমতায় থাকতে চাইছে আওয়ামী লীগ সোমবার দুপুরে দলের বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে  তিনি এ কথা বলেন। 

প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, যে কোন প্রক্রিয়ায় ২০১৪ বা ২০১৮ সালের মত নির্বাচন করতে চায় সরকার। তবে বিদেশীরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের  চেষ্টা করছে। 

অপর এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ঈদের পরে আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কিনা তা নিশ্চিত নয়। তবে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। 

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশীদের চাপ আছে। বিদেশীরা চায় দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যত দিন যাবে ততই বিষয়টি পরিস্কার হবে। কারণ, বিদেশীরা আরো চাপ দেবে। সরকার কতটা সহ্য করতে পারে তা দেখার বিষয়।  মনে হচ্ছে সরকার এক ধরনের চেষ্টা করবে। সরকারের বিরোধীরা এক ধরনের চেষ্টা করবে এবং বিদেশীরা এক ধরনের চেষ্টা করবে। 

তিনি আরো বলেন, সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট গণমাধ্যমের ওপর করতে চাপ সৃষ্টি করছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব