প্রকাশিত: Tue, Dec 13, 2022 4:01 PM
আপডেট: Sun, Jan 25, 2026 9:17 PM

সরকারের পতন এখন সময়ের ব্যাপার: অলি আহমদ

মহসীন কবির: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, শত বাধা ও জুলুম-নির্যাতন চালিয়েও বর্তমান সরকার জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না, ন্যায়সঙ্গত আন্দোলনকে দমাতে পারবে না। এ সরকারের পতন অনিবার্য।

মঙ্গলবার সাম্প্রতিক পুলিশী হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। বেলা ১১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে যান তিনি। ভাঙচুর হাওয়া বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

অলি আহমদ আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের অনুরোধ করে বলেন, এই দুর্নীতিবাজেরা যেন কোন দেশে ঠাঁই না পায়। এই দুর্নীতিবাজরা যেন দেশ ছাড়তে না পারে। এই দুর্নীতিবাজরা যেন টাকা পাচার করতে না পারে। এই দুর্নীতিবাজদের যেন কোন দেশ আশ্রয় না দেয়, তাহলে তারা মানবাধিকার লঙ্ঘন করবে। তাদের ভিসা দেবেন না। অলি আহমদ বলেন, বর্তমান সরকার বিএনপিসহ বিরোধীদলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে। বানোয়াট মামলা দিয়ে কারাগারে আবদ্ধ রেখেছে। জুলুম-নির্যাতন চালিয়ে কেউ কখনও ক্ষমতায় টিকতে পারেনি। এ সরকারও পারবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব