প্রকাশিত: Tue, Dec 13, 2022 4:06 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:48 PM

সঠিক তথ্য জানাতে বিদেশি দূতাবাসে সরকারের চিঠি: তথ্যমন্ত্রী

আনিস তপন: বিদেশে দূতাবাসগুলোতে সরকারের চিঠি দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সঠিক তথ্য সরবরাহ করার স্বার্থেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি বিভিন্ন দূতাবাসে গিয়ে অতিরঞ্জিতভাবে নানা জিনিস উপস্থাপন করে এবং তাদের প্রভোক করা হয়, যাতে তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়। তাই তাদের সঠিক তথ্য সরবরাহ করার স্বার্থে এই তথ্যগুলো জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অভিযানের নামে বিএনপি অফিস তছনছ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী দলটির নেতাকর্মীদের এমন অভিযোগের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, যে অফিসে তাজা বোমা পাওয়া গেছে সে অফিসে তো তন্ন তন্ন করে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি করবে, এটা খুবই স্বাভাবিক। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তদন্তের স্বার্থে সেখানে তল্লাশি চালিয়েছে এবং সেই তল্লাশিকে তারা (বিএনপি) যেভাবে অতিরঞ্জিত করে বলছে, আসলে ১০ ডিসেম্বর তারা প্রচÐ ফ্লপ করেছে।

যে হাঁকডাক দিয়ে তারা সমাবেশের ডাক দিয়েছিল সেটার তুলনায় কিছুই করতে পারেনি। ১০ লাখ মানুষের সমাবেশ করবে বলে বড়জোর ৫০ হাজার মানুষের একটি সমাবেশ করেছে, তাও একটি গরুর হাটের ময়দানে। সেই কারণে মুখ রক্ষার জন্য এখন নানা ধরনের অভিযোগ-অনুযোগ উপস্থাপন করার চেষ্টা করছে। সম্পাদনা: খালিদ আহমেদ