প্রকাশিত: Sun, Dec 4, 2022 12:24 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:38 PM

হুমকিধামকি দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না : ওবায়দুল কাদের

আল আমীন: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে।  হামলা হলে পাল্টা হামলা হবে কিনা সময়ই বলে দেবে। শনিবার  ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জিয়াউর রহমানই ১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড। ২১ আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও আইভি রহমানসহ ২৩ জনের প্রাণহানির ঘটনার প্রধান নায়ক হলেন তারেক রহমান।

তিনি বলেন, মহাসমাবেশ কাকে বলে চট্টগ্রাম তা বুঝিয়ে দেবে। রাজশাহীতে বিএনপি’র বিভাগীয় সমাবেশ হচ্ছে, জনসমাগম নেই। মাঠ ফাঁকা। আর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জনতার ঢল। তিল ধারণের ঠাঁই নেই। 

সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান শুক্রবারও ঢাকার এক ক্যাডারের সঙ্গে কনভারসেশন করেছেন। লন্ডন থেকে বলেছেন, তোমরা রাস্তা ছাড়বো না, শেখ হাসিনা পালানোর পথ খুঁজছে। তার এমপি-মন্ত্রীরাও পালানোর পথ খুঁজছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব