প্রকাশিত: Sun, Jan 1, 2023 12:39 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:24 PM

নতুন বছরে বিরোধীদল ইতিবাচক ধারায় ফিরবে সেতুমন্ত্রীর আশাবাদ

সালেহ্ বিপ্লব: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের  পক্ষ থেকে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। রোববার রাজধানীর সেতু ভবনে মতবিনিময়কালে তিনি বলেন, আমি আশা করি, নতুন বছরে বিরোধী দল ইতিবাচক রাজনীতির ধারায় ফিরবে। 

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আশা করে, নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধী দল ইতিবাচক ধারায় ফিরবে।

তিনি আরো বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটি সুখবর। সেতু ভবনে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পর চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন সেতুমন্ত্রী। পরে তিনি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সম্পাদনা: খালিদ আহমেদ