প্রকাশিত: Tue, Apr 25, 2023 2:50 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:27 PM

জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলী

এম আর আমিন: মঙ্গলবার অনুষ্ঠিত বলীখেলার ১১৪তম আসরের ফাইনালে  তিনি গত বারের চ্যাম্পিয়ন  চকরিয়ার তারেকুল ইসলাম জীবন বলীকে পরাজিত করেন। চ্যাম্পিয়ন  পেয়েছেন ২৫ হাজার টাকা এবং রানার্স আপ ২০ হাজার।

তৃতীয় স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা। আনোয়ারার আব্দুন নুর চতুর্থ স্থান অধিকার  করেছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক লালদীঘি মাঠে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪তম আসরের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

মেলা আয়োজক কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। 

আয়োজক কমিটির সভাপতি বলেন, মেলায় অংশগ্রহণের জন্য ১০০ বলী আবেদন করে। যাচাই-বাছাই শেষে ৬০ জনকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ১৯০৯ সালে এই মেলার আয়োজন শুরু হয়। তবে ২০২০ ও ২০২১ সালে দুই বছর করোনা মহামারির কারণে জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলার ১১১ ও ১১২তম আসর বাতিল করা হয়। সম্পাদনা : মুরাদ হাসান